Wellcome to National Portal
Main Comtent Skiped

যোগাযোগ

সিলেট বিভাগীয়/জেলা শহরের কদমতলী বাসষ্ট্যান্ড হতে সিলেট-জকিগঞ্জ লাইনের বিরতিহীন/লোকাল বাসে উপজেলা সদর আসা যায়।বিরতিহীন বাসে লাল-সবুজ পতাকা থাকে। এছাড়াওকদমতলী বাসষ্ট্যান্ডের অদূরে অবস্থিত হুমায়ূন রশিদ চত্বরের নিকটে বাঁধে নীছে এসে থ্রি-হুইলার-সিইনজি/লাইটেস-মাইক্রেবাস রিজার্ভ/ভাড়া করে সহজে জকিগঞ্জ আসাযায়।বাস চলাচলের ৩টি লাইন রয়েছে । এগুলো হল :সিলেট-------শেওলা---জকিগঞ্জ(দুরত্ব-৬৫ কিলোমিটার) ২। সিলেট--রতনগঞ্জ--জকিগঞ্জ (দুরত্ব---৭৫ কিলোমিটার)৩।সিলেট-কালিগঞ্জ-জকিগঞ্জ(দুরত্ব-৯৫ কিলোমিটার)।