Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১ যে সমস্ত ধারায় মামলা করা যাবে:

ফৌজদারী কার্যবিধির ৯৮,১০০,১০৭,১১৪,১১৭(সি),১৩৩,১৪৪,১৪৫,১৪৭,১৪৮ ধারা।

২। বিজ্ঞ আইনজীবির মাধ্যমে অথবা নিজে আদালতেএসে (নিবাহী ম্যাজিষ্ট্রাট) বরাবরে আবেদন দাখিল করতে হবে। এজন্য আদালতের বেঞ্জ সহকারী (পেশকার) সহযোগীতা করবে।

৩।আবেদন খানা বিঞ্জ আদালতের নিকট বেঞ্জ সহকারী পেশ করবে এবং আদালত পরবর্তী কাযক্রমের জন্য নির্দেশনা প্র্রদান করবে।

৪। বিজ্ঞ আদালতের নিদের্শ অনুযায়ী বিবাধীদের বিরু্দ্ধে নোটিশ ইস্যু করার পর জারী কারক দিয়ে বিবাদীর নিকট নোটিশ পাঠানো হয়।

৫। বিবাদীরা বিজ্ঞ আদালতে আসার পর মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।